স্বর্ণের দাম কমল ভরিতে ১১৬৬ টাকা
তিন মাসেরও বেশি সময়ের পর প্রথমবারের মতো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ১ দশমিক ২৪ শতাংশ বা ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, এখন ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)) স্বর্ণের দাম হবে ৯২ হাজার ২৬৩ টাকা।