Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত ও সিঙ্গাপুর থেকে এক লাখ টন চাল কিনবে সরকার

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৫, ২০২৩, ০১:১৯ এএম ভারত ও সিঙ্গাপুর থেকে এক লাখ টন চাল কিনবে সরকার

ভারত ও সিঙ্গাপুর থেকে প্রায় ৪২৪ কোটি টাকা ব্যায়ে ১ লাখ মেট্রিক টন চাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৪ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাঘাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকায় আরও ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে।###

Side banner