Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

নিউইয়র্কে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলা চলবে

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২৩, ১০:০২ পিএম নিউইয়র্কে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলা চলবে

৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা নিউইয়র্ক রাজ্যের সুপ্রিম কোর্টে চলমান থাকবে। রিজার্ভ চুরির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত। নিউইয়র্ক স্টেটের সুপ্রিম কোর্ট ১৩ জানুয়ারি আপিল খারিজ করে দেয় বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আদালতের এই আদেশের ফলে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা চলার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। সেই সঙ্গে অভিযুক্তদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে জবানবন্দি দিতে বলেছেন আদালত। এই অভিযুক্তদের মধ্যে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠান মামলার খারিজ আদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের জানুয়ারিতে নিউইয়র্কের সাউদার্ন ডিসট্রিক্ট আদালতে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে মামলাটি নিউইয়র্ক রাজ্যের সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিউইয়র্কের ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকা) চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি আট কোটি ডলারের বেশি ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চলে যায়। ওই অর্থ এখনও ফেরত পায়নি বাংলাদেশ। সেই অর্থ উদ্ধারের জন্যই মামলা চলছে নিউইয়র্কের আদালতে। ###

Side banner