Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুহূর্তটির জন্য সারাজীবন প্রস্তুতি নিয়েছেন নোরা

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ২২, ২০২২, ০৪:১৬ পিএম মুহূর্তটির জন্য সারাজীবন প্রস্তুতি নিয়েছেন নোরা

বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। ‘লাইট দ্য স্কাই’ গানটির হিন্দি সংস্করণ গেয়েছেন। বিশ্বমঞ্চে নিজের ফারফর্ম করার  অনুভূতির কথা জনিয়েছেন।  অভিনেত্রীর কথায়, এই মুহূর্তটির জন্য সারা জীবন ধরে প্রস্তুতি নিয়েছেন। জি নিউজ

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার একটি ভিডিও শেয়ার করে নোরা লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি সারা জীবন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাইস্কুলে অডিটোরিয়ামের মঞ্চ থেকে বিশ্বকাপের মঞ্চে। বিশ্বকাপ স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য!’

পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যারা আমায় শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’নিজের টিমের সদস্যদের নাম মেনশন করে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দিয়েছিলেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেছেন এই অনুষ্ঠান। গানে তিনজনের সঙ্গে মঞ্চে নেচেছেন নোরা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ফিফা ফ্যানফেস্টে নাচের আমন্ত্রণ পেয়েছিলেন নোরা। দোহার আল-বিদ্দা পার্কে নোরা শুধু পারফর্ম করেননি, এদিন যথাযথভাবে ভারতের প্রতিনিধি হয়ে ওঠেন এই মরোক্কান সুন্দরী। ভারতের পতাকা হাতে নিয়ে ‘জয় হিন্দ’ ধ্বনি দিয়েছেন বলিউডের এই‘সাকি গার্ল’।

নোরার জন্মের আগেই কানাডা চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদের জয় হয়েছিল তার। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই নোরাই এবার বিশ্বকাপের মঞ্চে দেখালেন তার ঝলক। যদিও তার আগেই বলিউডে কাজের মাধ্যমে বিশ্ববাসী জেনেছে তাকে। ###

Side banner