ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

দৈনিক নতুন সংবাদ নভেম্বর ২, ২০২৫, ১২:২৪ পিএম মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোর একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

শনিবার (০১ নভেম্বর) সোনোরা রাজ্যের হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওয়ালডোস স্টোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজ্যের কর্মকর্তা আলফনসো দুরুজো একটি ভিডিওবার্তায় বলেন, ‘দুঃখজনকভাবে আমরা যে মৃতদেহগুলো উদ্ধার করেছি, তাদের মধ্যে কিছু শিশু রয়েছে। আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিস্ফোরণ কোনো আক্রমণ বা নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত হিংসাত্মক ঘটনার অংশ নয়। যদিও এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি।

রাজ্য সরকার ঘটনার তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে ব্যাপক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। দুরুজো বলেন, ‘আমি ঘটনার কারণ নির্ধারণ এবং দায়ীদের শনাক্ত করার জন্য একটি ব্যাপক ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লাউডিয়া শেইনবাউম লিখেছেন, ‘যারা মারা গেছেন তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা।’

Side banner