ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ভয়-ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:১৮ পিএম ভয়-ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান

ব্যবসায়ী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদ সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় সাইফুজ্জামান দম্পতি ছাড়াও আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির এজিএম উৎপল পাল, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক ও আরামিটের এজিএম মো. আব্দুল আজিজ, ক্লাসিক ট্রেডিংয়ের মালিক ও আরামিটের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিছবাহুল আলম, রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দিন, লুসেন্ট ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহিদ, নুর মোহাম্মদ ও মো. ইয়াছিনুর রহমান (৪৩), পিতা- হাবিবুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউসিবিএল প্রিন্সিপাল শাখা, ঢাকার গ্রাহক ও ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি ঘুষ বাবদ গ্রহণ করেছেন দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। 

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৬২/৪০৯/৪২০/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ক্ষমতার পট পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রী বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করেছে দুদক।

গত ১৮ সেপ্টেম্বর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমীলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করেছে দুদক।

প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।
 

Side banner