Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

ভিয়েতনামে ম্যাকবুক বানাবে ফক্সকন

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ২২, ২০২২, ০৪:২৭ এএম ভিয়েতনামে ম্যাকবুক বানাবে ফক্সকন

অ্যাপলের ম্যাকবুক ভিয়েতনামে তৈরি করতে যাচ্ছে ফক্সকন। তাইওয়ানভিত্তিক ফক্সকন অ্যাপলের বিভিন্ন পণ্য ও যন্ত্রাংশের সর্ববৃহৎ সরবরাহকারী। আগামী বছরের মে থেকে ভিয়েতনামে ম্যাকবুকের উৎপাদন শুরু হতে পারে। টাইমস অব ইন্ডিয়া

২০২৩ সালের মে মাসের মধ্যে অ্যাপল ফক্সকনকে যতদ্রুত সম্ভব ভিয়েতনামে ম্যাকবুক প্রস্তুত করার কাজ শুরু করতে তাগিদ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ‘প্রযুক্তি যুদ্ধ’র কারণে চীনের বাইরে নিজেদের বিভিন্ন পণ্য উৎপাদন ব্যবস্থা সরিয়ে নিতে যাচ্ছে অ্যাপল। এরই অংশ হিসেবে ম্যাকবুকের উৎপাদন ভিয়েতনাম থেকে করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপল।

২০২১ সালেই ভিয়েতনাম সরকারের থেকে দেশটিতে কারখানা স্থাপনের অনুমতি পেয়েছে ফক্সকন। এই কারখানা তৈরিতে ফক্সকনের ব্যয় হবে প্রায় ২৭০ মিলিয়ন মার্কিন ডলার। ভিয়েতনামের উত্তরাঞ্চলের প্রদেশ ব্যাক জিয়াং এ ফুকাং টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান এই কারখানা তৈরি করছে। এখানে অ্যাপলের ম্যাকবুক এবং আইপ্যাড তৈরির পরিকল্পনা রয়েছে ফক্সকনের।

এই কারখানা চালু হলে প্রতি বছর ৮০ লাখ ইউনিট ম্যাকবুক এবং ট্যাবলেট তৈরি হবে এখান থেকে। পাশাপাশি আগামীতে ‘হোমপড’ ডিভাইসের উৎপাদনও ভিয়েতনামে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে অ্যাপল। সম্প্রতি আইফোনের উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার জন্য দেশটিতে বড় অংকের বিনিয়োগ করেছে ফক্সকন। ###

Side banner