ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

২০ বছর পর বিভেদ ভুলে এক মঞ্চে বড়াইগ্রামের বিএনপি নেতারা

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৫৩ পিএম ২০ বছর পর বিভেদ ভুলে এক মঞ্চে বড়াইগ্রামের বিএনপি নেতারা

নাটোরের বড়াইগ্রামে বিভেদ ভুলে প্রায় ২০ বছর পর ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করেছেন পৌর বিএনপির নেতারা। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসমাবেশের মঞ্চে একসঙ্গে দলের সব গ্রুপের নেতাদের অংশগ্রহণ দেখে কর্মী-সমর্থকরা উজ্জীবিত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বড়াইগ্রাম শহর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় নেতারা আগামী দিনেও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার করেন।

পৌর চত্বরে আয়োজিত জনসমাবেশে সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।


সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।


এ ব্যাপারে সমাবেশে আগত বিএনপি কর্মী আব্দুল জাব্বার বলেন, পৌর বিএনপিতে দীর্ঘদিন ধরে সাবেক মেয়র ইসাহাক আলী ও সাবেক পৌর প্রশাসক শরীফুল হক মুক্তার অনুসারীরা দুটি ভাগে বিভক্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে তাদের একসঙ্গে কোন কর্মসূচিতে দেখা যায়নি। আজ তারা দুজনসহ অন্যান্য নেতারাও ভেদাভেদ ভুলে এক সঙ্গে দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি আগামীতেও ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিলেন। এতে আমরা সাধারণ কর্মী-সমর্থকরা দারুণ খুশি।


জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা বলেন, দল ও দেশের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলী বলেন, আমরা দীর্ঘদিন যাবত দুটি ভাগে বিভক্ত থেকে নিজেদেরও ক্ষতি করেছি, দলেরও কিছুটা ক্ষতি হয়েছে। তাই ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে আমরা আর গ্রুপিং রাজনীতি চাই না। এখন থেকে আমরা ঐক্যবদ্ধভাবে চলব ইনশাআল্লাহ।

Side banner