নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা করছে না সরকার
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকার নতুন করে কোনও নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যুক্ততা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল–বোঝাবুঝি হয়েছে।