ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

১৯৪৭ থেকে এখন পর্যন্ত সবার কাছে জামায়াতের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ২৩, ২০২৫, ১১:০৬ এএম ১৯৪৭ থেকে এখন পর্যন্ত সবার কাছে জামায়াতের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। গতকাল (বুধবার, ২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের (কোবা) উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন নির্বাচন ইস্যু নিয়েও মত প্রকাশ করেন।

এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।’

ড. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই।’

তিনি বলেন, ‘আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।’

Side banner