আরও একটি ১/১১, নাকি নির্বাচন!
সংশয়-শঙ্কা, কিছুই কাটছে না। যদিও প্রধান উপদেষ্টার ঘোষণা ছিল স্পষ্ট। ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই নির্বাচন, ৫ আগস্ট এই ঘোষণা দিয়েছেন তিনি। তার দপ্তর পরদিন নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছে। এরপর থেকেই নির্বাচনী নানা আয়োজন। ইতোমধ্যে সীমানা পুনর্নির্ধারণ, খসড়া ভোটার তালিকা, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনসহ নির্বাচনসক্রান্ত অনেকগুলো কার্যক্রম দৃশ্যমান করেছে ইসি।