ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:২৬ পিএম বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।

টুর্নামেন্টের শুরু থেকে অপরাজেয় ভারত ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বেশ চাপে ছিল। তিন ওভারে ভারতের লাগাম ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। 

ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।

নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন। 

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রিশাদ হোসেন। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ। তার আগে ১৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৯ রান করেন শুভমান গিল।

এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে। 

১১.১ ওভারে দলীয় ১১৪ রানে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। তার আগে মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। 

অভিষেক শর্মা আউট হওয়ার পর থেকে বেশ চাপের মধ্যে পড়ে যায় ভারত। ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। খেলার এমন অবস্থায় মনে হয়েছিল স্কোর হয়তো ২০০ ছাড়িয়ে যাবে। 

তবে বাংলাদেশ এরপর ভারতের লাগাম টেনে রাখতে সক্ষম হয়। ১২তম ওভারে মাত্র ২ রান খরচ করে মোস্তাফিজুর রহমান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন। 

শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। তার কারণেই ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়।

Side banner