উহুদ যুদ্ধের শহীদ সাহাবিদের স্মরণে নির্মিত হয়েছে যে মসজিদ
মদিনার উত্তরাংশে অবস্থিত সায়্যিদ আশ-শুহাদা মসজিদ ইসলামী ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এখানে নবী মুহাম্মদ (সা.)–এর ৭০ সাহাবি উহুদের যুদ্ধে শাহাদতবরণ করেন। আজও লাখো মুসলিম তাদের কবর জিয়ারত করতে ও সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র দেখতে এই মসজিদে আসেন।
মসজিদটি উহুদ পাহাড়ের পশ্চিম দিকে অবস্থিত রুমাত পাহাড়ের মুখোমুখি।