ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

হচ্ছে না এলপিএল, বাংলাদেশকে নিয়ে সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ২৩, ২০২৫, ১০:৫২ এএম হচ্ছে না এলপিএল, বাংলাদেশকে নিয়ে সিরিজ খেলতে চায় শ্রীলঙ্কা

টুর্নামেন্ট মাঠে গড়ানোর মাসখানেক বাকি ছিল। তবে এরই মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত করার কথা জানিয়েছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। 

২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চে মাঠে গড়াবে বৈশ্বিক আসরটি। ফ্র্যাঞ্চাইজি লিগের পর মাঠ প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না লঙ্কান ক্রিকেট বোর্ড। তাই আইসিসির নির্দেশনা অনুযায়ী মাঠ প্রস্তুতে তারা লিগটি পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তুতির ঘাটতি পূরণ করতে আপাতত একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এসএলসি। ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশকে ডাকতে পারে শ্রীলঙ্কা। শোনা যাচ্ছে অপর দলটি হবে পাকিস্তান।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নির্দেশনা অনুসারে, আসন্ন ২০-দলীয় ইভেন্টের জন্য সকল আয়োজক ভেন্যু অবশ্যই একটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চাহিদা পূরণের জন্য নিখুঁত অবস্থায় থাকতে হবে। যার কারণে, শ্রীলঙ্কা ক্রিকেট ২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের আয়োজন একটি উপযুক্ত সময়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বিশ্বকাপের আগে ভেন্যুগুলোর ব্যাপক প্রস্তুতি নিশ্চিত করা যায়।

Side banner