কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা গ্রেফতার
নেত্রকোনা কেন্দুয়ার সাবেক পৌর মেয়র ও এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের নেত্রকোনা পৌরশহরের মদন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেনসহ সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।