টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি-দীর্ঘ এক দশক পর আবারও এক ফ্রেমে। বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ দিয়ে পর্দায় ফিরছেন তারা। দীর্ঘ ৯ বছর ধরে মুক্তি আটকে থাকা এই ছবিটি অবশেষে আসছে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হন দেব-শুভশ্রী। তাদের একসঙ্গে উপস্থিতি দেখে উপস্থিত দর্শকদের মধ্যে দেখা যায় প্রবল উচ্ছ্বাস। মঞ্চে ওঠার পর তারা নিজেদের আলোচিত সংলাপ পরিবেশন করেন। শুভশ্রী বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ জবাবে দেব বলেন, ‘কেন?’-শুভশ্রী বলেন, ‘এমনি…’।
তাদের এই সংলাপে মুহূর্তেই হলজুড়ে ছড়িয়ে পড়ে করতালির ঝড়। ১০ বছর পর দেব-শুভশ্রী আবারও হাত মিলিয়েছেন মঞ্চে—যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক মজার ছলে জিজ্ঞেস করেন, ‘তাহলে এখান থেকেই এসেছে "এমনি" ব্যাপারটা?’ জবাবে দেব বলেন, ‘না, এটা এখান থেকে আসেনি।’ এরপর মজা করে যোগ করেন, ‘আমাকে বাড়িতেও ফিরতে হবে।’-তার কথায় হাসির রোল পড়ে যায় পুরো হলে।
অনুষ্ঠানে উঠে আসে পুরনো স্মৃতির ঝাঁপি। দেব জানান, প্রায় ১০ বছর আগে তিনি শুভশ্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করেছিলেন। সেদিনই মঞ্চে বসে তারা আবারও ইনস্টাগ্রামে একে অপরকে যুক্ত করেন। শুভশ্রী নিজের ফোনে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।
আপনার মতামত লিখুন :