ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ওসমানী হাসপাতালে পলেস্তারা খসে পড়ে আউটসোর্সিং কর্মচারী নিহত

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:১৩ পিএম ওসমানী হাসপাতালে পলেস্তারা খসে পড়ে আউটসোর্সিং কর্মচারী নিহত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে সুমন আহমদ (৪২) নামে এক আউটসোর্সিং কর্মচারী নিহত হয়েছেন।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মেডিকেল কলেজের হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন নতুন বিল্ডিংয়ের ৩৬ নম্বর ওয়ার্ডে আউটসোর্সিং কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, সকাল ৮টায় রাত্রীকালীন দায়িত্ব শেষে সুমন দুপুরে শাহজালাল ছাত্রাবাসের সামনে একটি দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় হঠাৎ পানির ট্যাংকির পলেস্তারা খসে পড়ে তার ওপর। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পরে তার সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিকেলে তারা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুঃখজনক এ ঘটনায় একজন আউটসোর্সিং কর্মচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করা হয়।পরে আমাদের অনুরোধে তারা রাস্তা থেকে সরে আসেন। 

Side banner