অনেক কুকীর্তির তথ্য দিলেন সাবেক আইজিপি
ছাত্র-জনতার জুলাই অভুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনকালের অনেক কুকীর্তির তথ্য আদালতে জানিয়ে দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং পুলিশ প্রশাসনের উচ্চপদের কর্মকর্তারা আন্দোলনকালে এবং তারও আগে কী ভূমিকায় ছিলেন, সেসব তথ্যও অকপটে বলেছেন তিনি।
আন্তর্জাতিক