তবুও ঋণখেলাপি নয় বসুন্ধরা গ্রুপ!
মাত্র ২৮ কোটি টাকা। সর্ব-সাধারণের কাছে অঙ্কটা একটু বড়ই, কিন্তু বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরার জন্য টাকার এই পরিমাণটা নিতান্তই-নগণ্য। এর চাইতে কাড়ি-কাড়ি টাকা ‘দান-সদকাতেই’ খরচ করেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর বহুল আলোচিত পুত্র সায়েম সোবহান আনভীরসহ তাঁদের পরিবারের সদস্যরা। সাংবাদিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক