লাশ দুটি ৩০-৩২ ঘণ্টা ধরে গাড়িতে ছিল
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কার থেকে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে এলাকায় নেওয়ার জন্য ঢাকায় এসেছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
লাশ উদ্ধার হওয়া জাকির ও মিজান দুজনের বাড়িই নোয়াখালীর চাটখিলে।