ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

কামরাঙ্গীরচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক নতুন সংবাদ ডিসেম্বর ২৯, ২০২২, ০৭:৫৭ পিএম কামরাঙ্গীরচরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে আরিফ (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার উপরিদর্শক (এসআই) মোস্তাকিম কবির  বলেন, আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সঙ্গে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মোস্তাকিম কবির আরও বলেন, আমরা ওই যুবকের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি স্ত্রীর সঙ্গে অভিমান করে সে গলায় ফাঁস দিয়েছে। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গাউদিয়া গ্রামে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।###

Side banner