পরী না পূর্ণিমা? অপু না বুবলী? নায়িকাদের মধ্যে কে এগিয়ে
নায়কদের তুলনায় ফেসবুকে নায়িকারা বেশ সরব থাকেন। ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজেদের কাজের খবর ফেসবুকের মাধ্যমে জানান, তেমনি ব্যক্তিগত খবর, ঘোরাঘুরিসহ নানান মুহূর্তের সর্বশেষ খবর দিতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। কেউ ফেসবুক পেজ, আবার কেউবা এ ক্ষেত্রে ব্যক্তিগত ফেসবুক আইডিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন। তারকাদের ভক্তরাও এতে তাঁদের সম্পর্কে সরাসরি অনেক কিছু