এক দশকের দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে ফিরেছে তরুণ রক ব্যান্ড ‘সিক্স’। ২০১২ সালে ‘নেসক্যাফে গেট সেট রক’ রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি ২০১৫ সাল থেকে ছিল নিষ্ক্রিয়। সম্প্রতি তারা ‘এইতো সময় ২’ শিরোনামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে।
এ প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট পাবলো পিকাসো বলেন, আমাদের নতুন গান ‘এইতো সময় ২’ দীর্ঘ ১০ বছর বিরতির পর অবশেষে মুক্তি পেল। আমরা আমাদের নতুন অ্যালবামের কাজ করছি এবং গানগুলো সিঙ্গেলস হিসেবে প্রকাশ করা হবে।
‘নতুন গানগুলো নিয়ে আমরা অনেক আশাবাদী এবং আবারও লাইভ কনসার্টে ফেরার প্রস্তুতি নিচ্ছি। আশা করি, খুব তাড়াতাড়ি শ্রোতাদের সঙ্গে আমাদের দেখা হবে এবং তারা আমাদের আগের মতোই ভালোবাসবেন।’
জানা যায়, সিক্স তাদের প্রথম অ্যালবাম ‘এইতো সময়’ প্রকাশ করেছিল ২০১৩ সালের মার্চ মাসে, যা ব্যান্ড শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে। কিন্তু সদস্যদের পেশাগত এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে তারা বিরতি নিতে বাধ্য হয়। প্রায় দশ বছর পর তাদের এই ফিরে আসা সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
সর্বশেষ ২০১৫ সালে টেলিভিশনে লাইভ পারফর্ম করেছিল ব্যান্ডটি।
সিক্সের বেজিস্ট রাকিবুল আজম বলেন, আমাদের নতুন গানটি গত ১ সেপ্টেম্বর ব্যান্ডের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ অন্যান্য প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এটি দ্বিতীয় অ্যালবামের প্রথম গান।
ব্যান্ড সূত্রে জানা যায়, অ্যালবামটিতে মোট আটটি গান থাকবে, যা দুটি ভাগে প্রকাশ করা হবে। প্রথম ভাগে চারটি গান থাকবে এবং দ্বিতীয় ভাগে বাকি চারটি গান থাকবে। এরই মধ্যে একটি গান মুক্তি পেয়েছে, আর বাকি তিনটি গান তিন মাস পরপর প্রকাশ করা হবে। দ্বিতীয় ভাগে বাকি চারটি গান বছর শেষে একসঙ্গে মুক্তি পাবে।
আরও জানা যায়, ছয় সদস্য নিয়ে তাদের যাত্রা শুরু হলেও এবার থেকে পাঁচজনের লাইনআপে কার্যক্রম চলবে। ফেরার প্রস্তুতি না থাকায় দুজন ভোকালের মধ্যে একজন ফিরছেন না এ যাত্রায়। সিক্সের বর্তমান লাইনআপ রাকিবুল রোমান্স (বেজ), গোলাম রাব্বি সোহাগ (কিবোর্ড), রেজোয়ান আশরাফ (গিটার), পাবলো পিকাসো (ভোকাল) ও আরিফ শিশির (ড্রামস)।
এ প্রসঙ্গে রাকিবুল আজম বলেন, নতুন গানগুলো নিয়ে আমরা অনেক আশাবাদী। লাইভ কনসার্টে ফেরার প্রস্তুতিও নিচ্ছি। শিগগিরই শ্রোতাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি শ্রোতারা আগের মতোই ভালোবাসবেন।’
প্রসঙ্গত, ২০১২ সালে সিক্স ব্যান্ডটি তাদের যাত্রা শুরু করে নেসক্যাফে গেট সেট রক রিয়েলিটি শো-তে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অংশ নিয়েছিলেন প্রায় ১০ হাজার তরুণ মিউজিশিয়ান। সেখান থেকে কয়েকটি ধাপ পেরিয়ে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তাদের প্রথম অ্যালবাম এইতো সময়-এ ছিল মোট পাঁচটি গান, যা প্রকাশের পর পরই ব্যান্ড শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
আপনার মতামত লিখুন :