ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

সরাসরি বিশ্বকাপ খেলবে তো বাংলাদেশ? যা বলছে বিসিবি

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:৪৯ এএম সরাসরি বিশ্বকাপ খেলবে তো বাংলাদেশ? যা বলছে বিসিবি

এক সময় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ছিল দারুণ সফল। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারাবাহিকতায় দেখা দিয়েছে ভাটা। এখন সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই ভুগছে টাইগাররা। আফগানিস্তানের কাছে সিরিজ হারার পর থেকেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে?

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ হারলে বাংলাদেশকে কোয়ালিফায়ারে খেলতে হতে পারে। এসব গুঞ্জনের জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এসব খবর ভিত্তিহীন।

বিসিবির ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র‍্যাংকিংয়ের সেরা ৮ দল। স্বাগতিক তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা যদি র‍্যাংকিংয়ের শীর্ষ ৮-এ থাকে, তাহলে তারা ধরা হবে স্বাগতিক হিসেবেই। ফলে বাকি ৮ দল বাছাই হবে র‍্যাংকিংয়ের ভিত্তিতে। তাই বাংলাদেশকে অন্তত র‍্যাংকিংয়ে সেরা ৯-এর মধ্যে থাকতে হবে।

২০২৭ বিশ্বকাপের জন্য র‍্যাংকিং বিবেচনা করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগ পর্যন্ত বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচেই নির্ধারিত হবে র‍্যাংকিং এবং বিশ্বকাপ খেলার ভাগ্য।

বিসিবি স্পষ্ট জানায়, এখনই বিশ্বকাপে খেলা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং সামনে যত ম্যাচ আছে, সেখানে ভালো খেললেই টাইগাররা সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।

Side banner