অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় বরাদ্দকৃত নগদ অর্থ দ্বারা প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২১ অনুযায়ী ওইসব প্রকল্পের কাজের ধরন, পরিধি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অঞ্চল এবং সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ সম্পর্কিত। সে পরিপ্রেক্ষিতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন এলাকায় বরাদ্দকৃত নগদ অর্থ দ্বারা প্রকল্প সুষ্ঠভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে এবং সদস্য সচিব করা হয়েছে সমাজকল্যাণ কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এবং ডিএনসিসি ১০ টি অঞ্চলের ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :