ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

৪৭তম বিসিএসে অনিয়মের অভিযোগ ‘জ্বালাময়ী’ জালালের

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ৮, ২০২৫, ০৮:৪১ পিএম ৪৭তম বিসিএসে অনিয়মের অভিযোগ ‘জ্বালাময়ী’ জালালের

আগামী ৩ দিনের মধ্যে পিএসসিকে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার অনিয়ম এবং ভুলের জবাব দিতে আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

 

বুধবার (৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। এই সময়ের মধ্যেই দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ সময় চাকরি প্রার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ (জ্বালাময়ী জালাল)। আরও উপস্থিত ছিলেন জীবন আহমেদ অভি, রাজিব, আবু সালেহ প্রমুখ।

লিখিত বক্তব্যে জালাল আহমদ বলেন, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর (২০২৫) শুক্রবার সারাদেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রশ্নপত্র এতটাই জটিল ছিল যে, প্রশ্ন বুঝতে ও সমাধান করতে দুই ঘণ্টা লেগে যায়। সঠিক উত্তর বৃত্ত ভরাট করার মতো সময়ই ছিল না। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র তৈরি করা উচিত ছিল।

তিনি আরও বলেন, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় একাধিক ভুল-ত্রুটি ছিল। সেট-১ এর ১৪৬ নম্বর প্রশ্নে একটি কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে ক্লক সাইকেল টাইম কত হবে—এই প্রশ্নে দেওয়া চারটি অপশনের কোনোটি সঠিক নয়। সঠিক উত্তর হওয়া উচিত ছিল ০.২৫ ন্যানোসেকেন্ড, যা অপশনগুলোতে ছিল না। সেট-১ এর ১১০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত?’—কিন্তু দেওয়া চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর ‘কোম’ অনুপস্থিত ছিল।

জালাল অভিযোগ করে বলেন, সেট-১ এর ১২০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘কোন দেশটি OPEC-এর সদস্য নয়?’ এখানে দুটি উত্তর সঠিক হতে পারে— ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। এ ধরনের একাধিক উত্তরযোগ্য প্রশ্ন ছিল প্রায় ১৫–১৬টি।

তিনি আরও অভিযোগ করেন, খুলনায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া এবারের পরীক্ষায় সর্বনিম্ন সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছে উল্লেখ করে জালাল আহমদ বলেন, ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে মাত্র ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, সাধারণ বিসিএসের মধ্যে এবারই উত্তীর্ণের হার সবচেয়ে কম। এর যৌক্তিক কারণ পিএসসির কাছে আমরা জানতে চাই।

এবারে সবচেয়ে কম উত্তীর্ণ  হয়েছে মর্মে  অভিযোগ করে তিনি বলেন, এবারের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ বিসিএসের মধ্যে সবচেয়ে কম এবার উত্তীর্ণ হয়েছেন। এর যৌক্তিক কারণ পিএসসির কাছে আমরা জানতে চাই।

এ সময় তিনি পিএসসির কাছে ৯ দফা দাবি জানান। দাবিগুলো হলো—

১) প্রিলিমিনারি পরীক্ষায় ৬/৮ গুণ উত্তীর্ণ করানো।

২) প্রশ্নপত্রের সঠিক উত্তর এবং কাট মার্ক ওয়েবসাইটে প্রকাশ।

৩) সব চাকরির পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি।

৪) সব চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত।

৫)নন ক্যাডার বিধি-২০২৩ সংশোধন করে উত্তীর্ণ।

৬)পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ‘মাইগ্রেশন স্টাইল’।

৭) ক্যাডারে ও নন ক্যাডারের জন্য একই ব্যক্তিকে একই ক্যাডারে একাধিকবার সুপারিশ করা যাবে না। পিএসসির অধীনে এই সংক্রান্ত একটি ‘ডাটাবেস’ তৈরি করতে হবে।

৮) কম খরচে খাতা পুন:নিরীক্ষণ করার সুযোগ।

৯)কারিগরি ত্রুটি দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

Side banner