ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

চাঁদা না পেয়ে ওষুধের দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ৩৫ লাখ টাকার

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ১১, ২০২৫, ১২:১৮ পিএম চাঁদা না পেয়ে ওষুধের দোকানে অগ্নিসংযোগ, ক্ষতি ৩৫ লাখ টাকার

বাগেরহাটের মোল্লাহাটে ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

 

উপজেলার ভান্ডারখোলা বাজারে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।

ভুক্তভোগী যুগল কৃষ্ণ বসু বলেন, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা (৩৫) ও তার সহযোগী কয়েকজন দুর্গাপূজা উপলক্ষে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ অক্টোবর সন্ধ্যার আগে তাকে দোকান থেকে বের করে মিথ্যা মেয়েলি অভিযোগ তুলে অপমান করা হয়। এ সময় তাকে মারধরও করা হয় এবং দোকান ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া দেওয়া হয়।

যুগল কৃষ্ণ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দোকানে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে ওই যুবকদের দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখি। কিছুক্ষণ পরেই দোকানে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের সব ওষুধ, ফার্নিচার ও আলমারি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি দাবি করেন, এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমাকে অজ্ঞাতনামা মামলা করার পরামর্শ দিয়েছে। তাই শনিবার পুলিশ সুপার বরাবর অভিযোগ দেব, বলেন যুগল কৃষ্ণ বসু।

এ বিষয়ে শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Side banner