ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ইসরায়েলি বন্দি হস্তান্তর, ২ হাজার ফিলিস্তিনি মুক্তির অপেক্ষায়

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ১৩, ২০২৫, ১২:৪৬ পিএম ইসরায়েলি বন্দি হস্তান্তর, ২ হাজার ফিলিস্তিনি মুক্তির অপেক্ষায়

গাজা উপত্যকায় হামাস সাতজন ইসরায়েলি বন্দিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। এর পাশাপাশি আরও ১৩ বন্দি মুক্তি পেতে যাচ্ছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি। খবর আলজাজিরার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করেছেন। তিনি মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, যেখানে তিনি ইসরায়েলি কনেসেটে ভাষণ দেবেন এবং মিশরে গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনুষ্ঠিত সমাবেশের সহসভাপতি হবেন।

উত্তর গাজার ক্ষতিগ্রস্ত এলাকায় ফিলিস্তিনিরা ধীরে ধীরে তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে আসছেন। তবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সরবরাহ এখনো সীমিত।

ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় কমপক্ষে ৬৭ হাজার ৮০৬ মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৬৬ আহত হয়েছেন। ৭ অক্টোবর ২০২৩ তারিখের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জন বন্দি হয়েছিলেন।

Side banner