ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

আসর শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ২, ২০২৫, ০৮:২৩ পিএম আসর শুরুর আগেই মুস্তাফিজকে ছেড়ে দিল ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে দলটি।

 

ইতোমধ্যেই মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই। তবে ঠিক কি কারণে মুস্তাফিজ খেলছেন না সেটা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নিয়েছে দলটি।

মুস্তাফিজ না থাকলেও বাংলাদেশের দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।

নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন।

এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।

Side banner