সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজও।
এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। টানা চারটি ওয়ানডে সিরিজে পরাজয়ের কষ্টও বইতে হচ্ছে টাইগারদের। মিরপুরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজ জিতলে আরও একটি সিরিজ পরাজয় হবে বাংলাদেশের।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি সিরিজ, ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তবে এই সিরিজ যদি হারেও তবে শঙ্কার কিছু নেই। আরও পর্যাপ্ত ম্যাচ রয়েছে টাইগারদের যেগুলোতে ভালো পারফরম্যান্স করতে পারলে সরাসরিই বিশ্বকাপ খেলার টিকিট পাবেন লিটন-সাইফ-রিশাদরা।
২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র্যাংকিংয়ে সেরা আট দলের (স্বাগতিক দেশ ব্যতীত) মধ্যে থাকতে হবে। ১৪ দলের টুর্নামেন্টে বাকি দলগুলোকে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।
সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :