ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ১৯, ২০২৫, ১২:৪৭ পিএম সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মিঠুন বিশ্বাস (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১৯ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতে রাজধানীর তেজগাঁ এলাকা থেকে ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিঠুন বিশ্বাস (৩৫) সাভারের বিরুলিয়া ইউনিয়ন এলাকার কমলাপুর গ্রামের মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিল। এ সময় সে বাসায় গিয়ে দেখে তার মা বাড়িতে তালা দিয়ে অন্য বাসায় গিয়েছে। সে সময় ঘরের তালার চাবি একটি চায়ের দোকানে রেখে গেছে জানতে পারেন। পরে তালার চাবি নিয়ে বাসায় ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হয়।

Side banner