ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩ স্যানিটারি মিস্ত্রি

দৈনিক নতুন সংবাদ অক্টোবর ১৯, ২০২৫, ১২:২১ পিএম রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩ স্যানিটারি মিস্ত্রি

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা  হয়। 

 

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরার জামতলা কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন— আমিনুল ইসলাম (২৮), রাজন (২২) ও আশরাফুল ইসলাম (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রিফাত জানান, তার ভাই রাজনসহ আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রির কাজ করেন এবং সবাই জামতলা কমিশনার গলিতে ভাড়া থাকেন। ভোরে তারা অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন। এ সময় ৭–৮ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। পরে রাজনসহ তিনজনের পিঠ ও কাঁধে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় তিনজনকে সকালে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতদের কাছ থেকে জানা যায়, ছিনতাইকারীর হামলায় তারা তিনজন আহত হয়েছেন। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

Side banner