ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

পাকিস্তান একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরিতে দৌড়ঝাঁপ করছে: পাটওয়ারী

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ অক্টোবর ২৫, ২০২৫, ০৪:৩৩ পিএম পাকিস্তান একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরিতে দৌড়ঝাঁপ করছে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ‘ভারত বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না করে আওয়ামী লীগের সঙ্গে করেছিল। আর পাকিস্তান নতুন করে একটি দলের সঙ্গে সম্পর্ক সৃষ্টির জন্য দৌড়ঝাঁপ করছে।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে মাকাম সুফি ঐতিহ্য কেন্দ্র আয়োজিত ‘মাজার সংস্কৃতি-সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক সংলাপে তিনি এ অভিযোগ করেন।

পাটওয়ারী বলেন, ‘দুটি রাষ্ট্রকে বলব- আমাদের দীর্ঘ সময়ের গল্প রয়েছে, আমরা একই নদীর পানি পান করি। সে কারণে আমরা চাই, কোনো দলের সঙ্গে নয়, স্টেট টু স্টেট মর্যাাদার ভিত্তিতে সম্পর্ক হোক।’

তিনি বলেন, ‘সংবিধান পরিবর্তনের আগ পর্যন্ত বর্তমান সংবিধানই আমাদের অনুসরণ করতে হবে। সংবিধানের অবশ্যই কিছু ঝামেলা রয়েছে বলে মাজারে আক্রমণগুলো হচ্ছে।’
 
কারও ওপর আক্রমণ না করে সবার অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, ‘আধুনিক রাষ্ট্র গঠনে গণতান্ত্রিক চর্চা ছাড়া অন্য কোনো পন্থা অনুসরণ করার সুযোগ নেই।’  

সুফিদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘দেশে ৩০০ আসনে গডফাদার রয়েছে, ভালো কোনো সংসদ সদস্য সিস্টেমের মধ্য দিয়ে যান না। তাই তাদের কাছে কখনো সিজদা দেবেন না। এদের কাছে নিরাপত্তার নামে একবার যদি বিক্রি হয়ে যান, সারাজীবন মাজার রক্ষার নামে ভবিষ্যতে গোলাম বানিয়ে রাখবে। রাজনৈতিক দলের কাছেও নিজেদের বিকিয়ে দিলে গোলাম বানিয়ে রাখবে।’
 
পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর আপনাদের বাচ্চাদের রক্তের বিনিময়ে একটা সুযোগ হয়েছে নতুনভাবে দাঁড়ানোর। কোনো দলের কাছ থেকে নয়, সংবিধান স্টেটের কাছ থেকে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। কারণ, স্টেটের মধ্যে আপনিও টাকা দিয়ে থাকেন। সেই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে।’  

সুফিবাদের লোকেরা দেশের রাজনীতিতে অনুপস্থিত, এ সুযোগেই কওমিপন্থিরা তাদের রাজনীতির মাঠ শক্ত করছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।

জুলাই সনদ ইস্যুতে তিনি বলেন, ‘সনদের আইনি ভিত্তি দিতে হবে। সেইসঙ্গে বাস্তবায়নে আদেশ জারি করতে হবে। আদেশে প্রধান উপদেষ্টার সই করতে হবে।’

পাটওয়ারী আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধান করে নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র উত্তরণের পথে যেতে চাই। বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ সংকটে পড়বে।’

Side banner