রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিফাত শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর শালদো গ্রামের সাগর মিয়ার ছেলে। তিনি মিরপুর ১২ নম্বরে ভাড়া থাকতেন।
রিফাতের মা ফাতেমা খাতুন জানান, বিকেলে বাসায় ফেরার পথে পল্লবী থানা সামনে তিন থেকে চারজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে হাসপাতালে আনার পর চিকিৎসক তার মৃত্যুর খবর দেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কে বা কারা কেন আমার ছেলেকে হত্যা করল, তা জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :