রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পোনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার মো. রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :