ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ছোটবেলায় আমরা বাতাসা-মোয়ার লোভে পূজামণ্ডপে যেতাম : ফারুক-ই-আজম

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:২১ পিএম ছোটবেলায় আমরা বাতাসা-মোয়ার লোভে পূজামণ্ডপে যেতাম : ফারুক-ই-আজম

মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, এবারের পূজা পূজার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পালন করতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতোমধ্যে পূজার নিরাপত্তা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জামালখানে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এটা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন অনুষ্ঠান। ছোটবেলায় আমরা সব ভেদাভেদ ভুলে বাতাসা, মোয়ার লোভে এবং সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান দেখতে বাড়ির পাশে বিভিন্ন পূজামণ্ডপে যেতাম। আমরা তখন পূজাকে সমান মর্যাদায়, সমান মাত্রায় উপভোগ করতাম। কিন্তু বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পেছনে প্রযুক্তিসহ নানা কারণ বিদ্যমান। আগে আমাদের সবার মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি সম্মান ছিল বর্তমানে সেটি অনেকাংশে লোপ পেয়েছে।

ফারুক-ই-আজম বলেন, আমরা সবাই সমান মাত্রায় জীবনযাপন করি না। আমাদের জীবন এক এক সময় একেকভাবে অতিবাহিত হয়। এক্ষেত্রে স্রষ্টার আশীর্বাদ একটি বিরাট ভূমিকা পালন করে। আজ জগৎ সংসার আবর্তিত হচ্ছে নানাভাবে, নানা সংঘাত এবং সংক্ষুদ্ধভাবে সমাজ ব্যবস্থা বিচ্ছিন্ন হচ্ছে। এর ফলে পরিবারও বিচ্ছিন্ন হচ্ছে। আগে আমরা যেভাবে জীবন সাধনা করতাম, এখন নানাভাবে বিভক্ত হওয়ার কারণে সেই বোধটুকু লোপ পেয়েছে। জীবনযাপনের ক্ষেত্রে আমাদের চাওয়া-পাওয়াগুলো আমাদের বিচ্ছিন্ন করছে কি না সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, পূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি ঘটনা দেখলেই যেন সেটি সঠিক কি না যাচাই করতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে অন্য মণ্ডপে পূজা পালনে অসুবিধার সৃষ্টি না হয়। পূজার সময় মণ্ডপে পরিবারের সবাইকে নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা পালন করবেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের নিজেদের কোনো পছন্দ নেই। আমরা নিরপেক্ষভাবে কাজ করে আগামীতে একটি আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নিরাপদ সরকার প্রতিষ্ঠা করতে চাই। যার মাধ্যমে দেশের সবাই সব সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করতে পারে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত ও পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নারয়ণ চৌধুরী।

Side banner