ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

কামরাঙ্গীরচরে পুলিশের অভিযানে পিস্তল ও রিভলভার উদ্ধার

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৭ পিএম কামরাঙ্গীরচরে পুলিশের অভিযানে পিস্তল ও রিভলভার উদ্ধার

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি ৮ চেম্বারের রিভলভার উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় যায়। এসময় একটি পাঁচতলা ভবনের ছাদে কবুতরের খাবার রাখার ড্রামের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উৎস ও মূল রহস্য উন্মোচনের জন্য কামরাঙ্গীরচর থানা পুলিশ উদ্ধার করা অস্ত্রগুলো শ্যামপুর মডেল থানায় জমা দিয়েছে।

Side banner