ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

জেনেভা ক্যাম্পে অভিযান: মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজন আটক

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:০০ পিএম জেনেভা ক্যাম্পে অভিযান: মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজন আটক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযানে মাদক বিক্রির টাকাসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কয়েকটি হটস্পট গুঁড়িয়ে দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে এই অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

তিনি জানান, জেনেভা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রির কয়েক লাখ টাকা এবং কারবারিদের বিক্রির বিভিন্ন স্পট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া বুনিয়া সোহেলের একটি চারতলা বাড়ি এবং যেসব জায়গা থেকে মাদক বিক্রির টাকা পাওয়া গেছে, সে দোকানগুলো এখন থেকে পুলিশ হেফাজতে থাকবে। এগুলো কেউ ব্যবহার করতে পারবে না। এ ঘটনায় ১৫ জনের মতো আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে জেনেভা ক্যাম্পে অভিযান চলছে। 

Side banner