নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কমিশনের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে। তবে তাদের সততার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। তাদের ক্ষমতায়ন করা হবে। তবে কর্মকর্তাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কারো প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কাজ করছে না। এখানে সবাই পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।
নিবাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করতে পারেননি। অনেকে অতিউৎসাহী ছিলেন। এবার সেটা হবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আপনার মতামত লিখুন :