ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

বস্ত্র, বিমা ও মুদ্রণ খাতের শেষ ঘণ্টার দাপটে বড় পতন থেকে রক্ষা

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:১৯ পিএম বস্ত্র, বিমা ও মুদ্রণ খাতের শেষ ঘণ্টার দাপটে বড় পতন থেকে রক্ষা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এতে প্রধান সূচকের উত্থান হলেও কমেছে অন্য দুই সূচক। আর এক্সচেঞ্জটির লেনদেন সামান্য পরিমাণ বেড়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টির আর কমেছে ১০৫টির। বিপরীতে ৮০টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১১৬টি, ‘বি’ ক্যাটাগরির ৫১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি শেয়ার ও ইউনিট রয়েছে। লেনদেনের শেষের ঘণ্টায় বেশি সংখ্যক সিকিউরিটিজের দর বৃদ্ধি পাওয়ায় এদিন এক্সচেঞ্জটির প্রধান সূচক পতন থেকে বেরিয়ে সামান্য উত্থানে ফিরেছে।

 

মূলত আজকের বাজারে শুরু থেকে অস্থিরতা পরিলক্ষিত হয়েছে। তবে শেষ দেড় ঘণ্টায় বেশকিছু শেয়ার ও ইউনিট ঊর্ধ্বমুখী হয়েছে। এর মধ্যে বস্ত্র খাত, জীবন বিমা খাত এবং মুদ্রণ খাতের শেয়ারগুলো বেশি দাপট দেখিয়েছে। এছাড়া, সাধারণ বিমা, সেবা ও আবাসন এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারগুলো শেষ ঘণ্টায় উত্থান হয়েছে। এই দাপটে আজ প্রধান সূচক ডিএসইএক্স পতন থেকে রক্ষা পেয়ে সামান্য বেড়েছে।

 

ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৩৮০ পয়েন্টে ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান নিয়েছে।

 

মঙ্গলবার ডিএসইতে মোট ৫৯৯ কোটি ৩৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির শেয়ার ও ইউনিটের হাতবদল বাবদ লেনদেন বেড়েছে ৩৫ কোটি ১৬ লাখ টাকা।

 

আজ ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৫ কোটি ১০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ২৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

 

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এক্সচেঞ্জটির পাঁচটি সূচকের মধ্যে ৪টি সামান্য বাড়লেও কমেছে একটির পয়েন্ট। আর এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন ও সার্বিক লেনদেনে ভাটা পড়েছে।

 

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৪৪ পয়েন্টে উঠেছে।

 

সিএসইতে মোট ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে আর কমেছে ৮০টির। আর ৩৮টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।

 

আজ এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকা। বৃহস্পতিবার এক্সচেঞ্জটিতে ১৩ কোটি ২৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

Side banner