এশিয়া কাপের এবারের আসরের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
চ্যাম্পিয়ন হলেও খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে শিরোপা নেয়নি ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির শিরোপা তুলে দিতে চেয়েছিলেন। একজন পাকিস্তানির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে তাই ট্রফি নেয়নি ভারত।
এ ছাড়া পুরো আসরেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনো ক্রিকেটার। এমনকি একাধিক ম্যচের সময় মাঠেও উত্তেজনা দেখা গেছে। অভিষেক শর্মা-হারিস রউফরা বিতর্কিত উদযাপনও করেছেন।
সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে আরো ভাটা পড়ায় ক্রিকেট মাঠেও তার ছাপ দেখা গেছে। ফাইনাল শেষে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল সেই একই—ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।'
মোদির এমন মন্তব্যের জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি লিখেন, 'যুদ্ধই যদি আপনাদের গর্বের মাপকাঠি হয়, তাহলে পাকিস্তানের কাছে আপনাদের লজ্জাজনক পরাজয় ইতিহাসে খোদাই হয়ে গেছে। কোনো ক্রিকেট ম্যাচই সেই সত্যকে বদলে দিতে পারবে না। খেলাধূলার ভেতরে যুদ্ধকে টেনে আনা খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।'
আপনার মতামত লিখুন :