ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

মূল ট্রফি নেয়নি ভারত, ফটোশপ ‘ট্রফি’ আর চায়ের কাপ নিয়ে উদযাপন

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:২৯ পিএম মূল ট্রফি নেয়নি ভারত, ফটোশপ ‘ট্রফি’ আর চায়ের কাপ নিয়ে উদযাপন

রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সদ্য সমাপ্ত আসরের ফাইনালে সালমান আগাদের পাঁচ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। তবে ম্যাচ শেষে নানা নাটকীয়তায় শিরোপা জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মাঠের বাইরের লড়াই। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। 

 

নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই তারা জয়ের উদযাপন করেন। মূল ট্রফি না পেলেও ভারতের প্রায় সব ক্রিকেটারকেই ‘ট্রফি’ নিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তাদের এই ট্রেন্ডে ভিন্নমাত্রা যোগ করেছেন বরুণ চক্রবর্তী। ট্রফি নিয়ে ঘুমের ঐতিহাসিক উদযাপনের ভঙ্গিতে চায়ের কাপ নিয়ে পোজ দিয়েছেন তিনি। 

 

নিজের ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন বরুণ। যেখানে দেখা যায় টিম ইন্ডিয়া কাল্পনিক ট্রফি নিয়ে জয় উদযাপন করছে। একটি ছবিতে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়, হাতে ট্রফির মতো করে ধরা রয়েছে একটি চায়ের কাপ। ক্যাপশনে লেখা ছিল, “আক্কা দুনিয়া এক তরাফ, আর আমার ইন্ডিয়া এক তরাফ। জয় হিন্দ।’ অর্থাৎ সারা দুনিয়া এক পাশে, আর আমার ভারত অন্য পাশে।

 

এ ছাড়া ফটোশপ দিয়ে বানানো ট্রফি নিয়ে শিরোপা উদযাপন করেছেন চ্যাম্পিয়ন দলের অন্যান্য ক্রিকেটাররাও। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সহ-অধিনায়ক শুভমান গিলের সঙ্গে। দু’জনের ছবির মাঝে রয়েছে একটি ‘ট্রফি’। দেখে স্পষ্ট বোঝা গেছে সেটি আসল নয়। একই ধরনের ছবি পোস্ট করেছেন হার্দিক পাণ্ডিয়াও। তিনি মাঠে দাঁড়িয়ে ‘ফটোশপ’ করা ট্রফির সঙ্গে ছবি পোস্ট করেছেন। তিলক বার্মা এবং সূর্যকুমার যাদবকেও দেখা গিয়েছে একই রকম ‘ট্রফি’ নিয়ে ছবি তুলতে।

 

পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালেও ফাইনালের চ্যাম্পিয়নের মঞ্চের সামনে এসে জয়োল্লাস করেছিলেন ভারতের ক্রিকেটাররা। অধিনায়ক সূর্যকুমারকে কাল্পনিক ট্রফি হাতে বাকিদের দিকে এগিয়ে আসতে দেখা যায়।

Side banner