ছাত্র-জনতার বিপ্লবে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী দোসর ও ক্রিকেটার সাকিব আল হাসান। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।
স্বৈরাচার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব। নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ বলে অ্যাখ্যা দেন। কেউ কেউ বলছেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন?
মুরাদ হাসান নামে এক ব্যক্তি লিখেছেন, প্রকাশ্য গণহত্যাকারী ও তার অনুসারী হলো সাকিব আল হাসান।
রানা নামে একজন সাকিবকে উদ্দেশে করে লিখেছেন, আপনার সব ঠিক আছে, মাগার দালালি ছাড়লেন না।
মো. রিফাত লিখেছেন, আপনাকে ক্রিকেটে অনেক মিস করি। মনে করেছিলাম যে দলই ক্ষমতায় যাক আপনাকে আবার মাঠে দেখবো। কিন্তু আপনার ফেরা আপনি নিজেই বন্ধ করতেছেন এসব ছবি পোস্ট করে। আপনাকে আমরা ক্রিকেটার হিসেবে চাই বস। দয়া করে রাজনৈতিক চিন্তা মন থেকে মুছে ফেলুন। মাঠে ফিরে আসার চিন্তা করুন। একজন ভক্ত হিসেবে আমার অনুরোধ এইটা।
মুশফিকুর শাহিন বলেছেন, শুভ শুভ দিন, কিলার হাসিনার জন্মদিন।
ফখরুল ইসলাম ভুইয়া বলেন, এজন্যই ২০২৪ এর জুলাইয়ে যখন নির্বিচারে মানুষ হত্যা হচ্ছিল, তখন আপনি পরিবার নিয়ে আনন্দ ভ্রমণের ছবি দিয়েছিলেন। শেম অন ইউ সাকিব।
মাহিন আহমেদ বলেন, দালাল দালালই থাকবে।
সাকিবকে উদ্দেশ করে সানা উল্লাহ বলেন, কত বড় স্বৈরাচারের দোসর!
অহিদুজ্জামান অহিদ বলেন, এখনো ভালো হননি, ভাবলাম একটু অপরাধী মনোভাব থেকে শিক্ষা নিয়ে ভালো হবেন।
আলিফ হোসাইন বলেন, এটা কোনো কথা সাকিব ভাই, আপনার থেকে এই মুহূর্তে এই জিনিসটা আশা করিনি। আপনি একটা ফ্যাসিস্ট মহিলাকে সাপোর্ট করেন।
সজিব খান বলেন, সাকিবের মতো লোভীর জন্য আওয়ামী লীগই ঠিক আছে।
রাশেদ খান বলেন, কোনো অনুতপ্ত নাই, দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হলো। গুম, খুন আর লুটপাট করলো ১৬টা বছর। আর সাকিব হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায়!
মোল্লা মুহাম্মাদ ফরিদ বলেন, আপনারে ভালো মনে করতাম। এখন দেখি আপনিও সমান অপরাধী। যে অপরাধ করে আর অপরাধীদেরকে প্রশ্রয় দেয়, দুজনই সমান অপরাধী।
ফখরুল ইসলাম বলেন, সাকিব আপাদমস্তক একটা অমানুষ।
মো. আলী বলেন, এতো মানুষ হত্যাকারীকে যখন সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানায়, তাহলে বুঝতে বাকি নাই যে, তার ভেতর কোনো অনুতপ্ত নাই। সে আবার পোস্ট করে জুলাই শহীদদের স্মরণ করে। আসলে সে বাংলাদেশের জার্সিতে খেলা ডিজার্ভ করে না। সেও ফ্যাসিবাদের অংশ।
ওমর ফারুক বলেন, সাকিব আবারও প্রমাণ করে দিলে সে আওয়ামী লীগের দালাল।
মোহাম্মদ ইয়াসিন বলেন, ফেরাউনের জন্মদিনেও কিছু মানুষ অন্ধভাবে শুভেচ্ছা জানাতো।
হাবিবুর রহমান লিখেছেন, এখন আর কারো বুঝতে বাকি নাই সে যে আসলেই দালাল।
তৌহিদুল ইসলাম বলেন, দুই হাজার নিরীহ মানুষের খুনের অপরাধী একজন ইতিহাসের ঘৃণিত নারীর জন্মদিন পালন করা মানুষদের প্রতি ধিক্কার জানাই। ওই অহঙ্কারী মহিলার একটুও অনুশোচনা হয়নি।
সাকিবকে নিয়ে মেসবাউল আনান লিঙ্কন বলেন, গাদ্দার সব সময়ই গাদ্দার।
ওবায়দুল ইসলাম রাফি বলেন, এই জন্যই আর দেশে আশা লাগবো না। আপার কাছে ইন্ডিয়া চলে যাও।
সুমন হোসেন লিখেছেন, গণহত্যাকারীর জন্য এত দয়া কেন?
সিয়াম মাহমুদ লিখেছেন, কুকুরের লেজ যেমন সোজা হয় না, এত গণহত্যা দেখেও তোমার লেজটা সোজা হলো না ভাই, এখনো সেই আওয়ামী লীগই করো।
কাজী এম দিদারুল আলম লিখেছেন, আপা কোন গর্তে আছেন? আপনার ছোট ভাইকেও সেই গর্তে নিয়ে যান।
গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন সাকিব। সে বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অলরাউন্ডার।
আপনার মতামত লিখুন :