ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ভারতকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হতে যা করতে চলেছে পাকিস্তান

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৫৭ এএম ভারতকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন হতে যা করতে চলেছে পাকিস্তান

এসিসি অনেক বছর ধরেই কাজটা করে আসছিল। এশিয়া কাপে ভারত আর পাকিস্তানকে তিন ম্যাচে মুখোমুখি করার ছক কষা হচ্ছে ২০১৮ সালের আসর থেকে। এবার এসে সেটা আলোর মুখ দেখল। তৃতীয় বার দুটো দল মুখোমুখি হচ্ছে, এশিয়া কাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান।

এশিয়া কাপে আগের দুই ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। প্রথম ম্যাচে ব্যবধানটা বেশি ছিল। দ্বিতীয় ম্যাচে সেটা খানিকটা কমে এসেছিল, পাকিস্তান খানিকটা চাপে ফেলতে পেরেছিল ভারতকে।

ফাইনালকে সামনে রেখে প্রশ্ন উঠছে, এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি যখন সামনে, পাকিস্তান তখন কি একাদশে পরিবর্তন আনবে? পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে, আজকের একাদশে ঢোকার সম্ভাবনা আছে মিডিয়াম ফাস্ট বোলার হাসান নওয়াজের। 

তবে সুপার ফোরের তিন ম্যাচের কোনোটিতেই একাদশে ছিলেন না তিনি। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট আর ভারতীয় ব্যাটিং অর্ডারের স্পিনে দূর্বলতাকে মাথায় রেখে ক্রিকইনফো জানাচ্ছে, সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যার ফলে পাকিস্তান আজ ফাইনালে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়েই।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ–

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

Side banner