ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত

দৈনিক নতুন সংবাদ ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৫৯ পিএম কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানো ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত

কুমিল্লার তিতাসে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টরের চাপায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। নিহতদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার ছিলেন তাদের ভাগিনা-বউ।

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ তিন নারী গোসল করতে যান। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে গোসলের ঘাটে থাকা তিন নারী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় একটি শিশু আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনাস্থল থেকে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Side banner