Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

আমি রেফারি হলে মোটেই পেনাল্টি দিতাম না !

দৈনিক নতুন সংবাদ | তসলিমা নাসরিন : ডিসেম্বর ২৪, ২০২২, ০৩:১৪ এএম আমি রেফারি হলে মোটেই পেনাল্টি দিতাম না !

ধুর, ফাইনালের শুরুতেই পেনাল্টির সুযোগ দিয়ে দিলে খেলার উত্তেজনা আর আনন্দটাই নষ্ট হয়ে যায়। আমি রেফারি হলে মোটেই পেনাল্টি দিতাম না। নাহ, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অসাধারণ। আর্জেন্টিনার খেলোয়াড়দের হয়েছেটা কী? ধপাধপ পড়ে যাচ্ছে আর ব্যথায় মরে যাওয়ার অ্যাক্টিং করে যাচ্ছে তো করেই যাচ্ছে। ওদিকে মেসির চুইংগাম চিবোনোর ফ্রিকোয়েন্সি বেড়ে  যাচ্ছে তো বেড়েই যাচ্ছে। বেচারা ফ্রান্স, মায়াই হচ্ছে। কালো-কালো প্লেয়ারগুলো সাদা ফ্রান্সের মুখ উজ্জ্বল করতে পারতো।

তা বুঝি আর হলো না। কয় না, ওস্তাদের মাইর শেষ রাইতে। শেষের আট মিনিট। তখন হয়েছে রিয়েল খেলা। আর্জেন্টিনা আর ফ্রান্স দু’দলই খেলছে ভালো। এখন যাদের ‘কপাল’ ভালো, তারা জিতছে। ফ্রান্স ৩, আর্জেন্টিনা ৩- এতো উত্তেজনার খেলা খুব কমই দেখেছি। চেয়েছিলাম আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা জিতেছে। পেনাল্টিতে জেতায় তেমন গৌরব নেই, কিন্তু কী আর করা।

লেখক: কথাসাহিত্যিক

ফেসবুক থেকে 

Side banner