সরকার বদলের সঙ্গে সাংবাদিকরাও বদলে যায় বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ বিষয়ক সংলাপ’-এ অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমরা গত ষোল বছর নিয়ে কথা বলি। আসলে গত ৫৪ বছরে তো একই জিনিস দেখলাম। গত ৫৪ বছরে যা দেখলাম তাতে আমার এটাই ধারণা হয়, সরকার বদলায় আমরাও বদলে যাই, কম-বেশি। সাংবাদিকরা দৌড়ে থাকবেন কেন-এই প্রশ্ন যদি আমরা করি, যে কেউ জিজ্ঞাসা করবেন কেন দৌড়ায়। তার কারণ হলো রাজনীতি। এই অসুস্থ রাজনীতি আমাদেরকেও গ্রাস করেছে। রাজনীতি মুক্ত না হলে, সাংবাদিকতা মুক্ত হবে না, হতে পারেনি। পৃথিবী কোনো দেশেই হয়নি। সব দেশের সাংবাদিকদের মনের ভেতর একটা রাজনীতি থাকে, কাগজে কলমে থাকে না। কিন্তু আমাদের দেশে.., বিগত সরকারের সময় সেটা প্রমাণ করেছি, আমি সাংবাদিক নই রাজনৈতিক কর্মী।’
সাংবাদিকতার জন্য আইন প্রসঙ্গে সিনিয়র এই সম্পাদক বলেন ‘আইন করে কাউকে দায়িত্বশীল করা যায় না। আপনার নিজের মধ্যেই এই দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে।’
মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সাংবাদিকতায় চাপ আসবেই। সরকার কি চাপ ছাড়া থাকবে। পৃথিবীর এমন কোনো দেশে সাংবাদিকতা আছে কিনা, যেখানে চাপ নেই। চাপ আছে। কিন্তু এই চাপ তৈরি করেছি আমরা নিজেরাই। আমরা রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া অথবা যদি অন্য ভাষায় বলতে হয়, সেটা হলো সুবিধা নেয়ার জন্য আমরা চাপের শিকার হয়েছি, হচ্ছি এবং হবো।’
আশঙ্কা প্রকাশ করে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমার ভয় এবং আশঙ্কা রাজনৈতিক সরকার আসলে এখন যে পরিস্থিতি, এখন তো অনেকটা বেহেস্তের পরিস্থিতি, সেটা পাল্টে যাবে। দ্রুত পাল্টে যাবে। আমি জানি কেন পাল্টে যাবে। সেটা সামনে রেখে আমাদের চিন্তা করতে হবে।’
সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) প্রেসিডেন্ট ও টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর-ইন-চিফ রেজাওয়ানুল হক রাজা, সিজিএসের এক্সিকিউটিভ ডিরেক্টর পারভেজ করিম আব্বাসী ও ফ্রিলান্স সাংবাদিক কাজী জেসিন প্রমুখ। ###
আপনার মতামত লিখুন :