ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার মাথা ব্যথা নেই : ডা. মুরাদ

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক : ডিসেম্বর ৩১, ২০২২, ০১:২৫ এএম মাহি আওয়ামী লীগের এমপি হলে আমার মাথা ব্যথা নেই :  ডা. মুরাদ

চিত্রনায়িকা মাহিয়া মাহী আওয়ামী লীগের মনোনয়ন পেলে কিংবা মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে তা নিয়ে ‘কোনও মাথা ব্যাথা’ নেই বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, ‘মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনো মাথাব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়।’

ডা. মুরাদ হাসান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা; তারা যা ভালো মনে করবেন তাই সিদ্ধান্ত নেবেন। দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে।’

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। ###

 

Side banner