ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাস্তির বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:২০ পিএম বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাস্তির বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না

বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রচলিত আইনে বিভিন্ন শাস্তির বিধান থাকলেও সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না- বলে অভিযোগ করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। তারা বলছে, বন্যপ্রাণী সংরক্ষণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্বস্তরের বনাঞ্চল রক্ষায় জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বন্যপ্রাণী সংরক্ষণ, আইন সংশোধন, বনাঞ্চল রক্ষায় সরকার ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তার এসব কথা বলেন।

বক্তার বলেন, একদিকে জলবায়ু পরিবর্তন অন্যদিকে অনিরাপদ আবাসনের কারণে বন্যপ্রাণীদের বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাংলাদেশ থেকে প্রায় ৩০০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে। গত শতাব্দীতে ১১ প্রজাতির স্তন্যপায়ী, ১ প্রজাতির সরীসৃপ ও অনেক প্রজাতির পাখি চিরতরে হারিয়ে গেছে। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে ২৩০ প্রজাতি। মানুষের জীবনচক্রে বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তারা বলেন, মূলত যেসব কারণে বন্যপ্রাণী বিলুপ্ত হচ্ছে তার অন্যতম কারণ বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, বন উজার করে নগরায়ণ, অবৈধভাবে বন্যপ্রাণী শিকার, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, মাটি পানি ও বায়ু দূষণ। তবে সব থেকে বেশি ক্ষতির কারণ হচ্ছে বনের মধ্যে শিল্প কলকারখানা স্থাপন।

বক্তার আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রচলিত আইনে বিভিন্ন শাস্তির বিধান থাকলেও কার্যকর পদক্ষেপে খুব বেশি চোখে পড়ে না। সরকারের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে খুব বেশি তৎপরতা দেখতে পায় না জনগণ। যার ফলশ্রুতিতে বন্যপ্রাণী সংরক্ষণ করতে জনগণের করণীয় কী, তা তারা বুঝতে পারে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর ফিরোজ জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মনিরুল হাসান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর আদিল মুহাম্মদ খান, পরিবেশবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক স্থপতি মাহমুদুর রহমান পাপন, আইডিয়াসর পরিচালক পরিকল্পনাবিদ রাসেল আহমেদ প্রমুখ।

Side banner