ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ পুতিনের

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩৯ এএম জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ পুতিনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেই এ কথা জানিয়েছেন তিনি।  বলেছেন, বৈঠকের জন্য যেকোনো সময় মস্কোয় আসতে পারেন জেলেনস্কি। 

বুধবার (৩ সেপ্টেম্বর) চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দেয়ার পর এই মন্তব্য করেন পুতিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং ঘোষণা দেন, শিগগিরই পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।

এরপর থেকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। কিন্তু তা এখনও হয়ে ওঠেনি।

Side banner