ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৩৫ এএম ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একপেশে, আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলেও বহু বছর ধরে তা ছিল একপেশে। তার অভিযোগ, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক আরোপ করায় ব্যবসা কঠিন হয়ে পড়েছিল।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলেও দীর্ঘদিন ধরে তা ছিল “একপেশে”, কারণ নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের ওপর বিপুল শুল্ক আরোপ করেছিল।

হোয়াইট হাউসে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে বহু বছর ধরে এই সম্পর্কটা ছিল একপেশে, আর আমি ক্ষমতায় আসার পর তা বদলেছে।”

তিনি অভিযোগ করেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর “বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক” আরোপ করেছিল, যার ফলে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে খুব একটা ব্যবসা করতে পারেনি। তবে ভারত যুক্তরাষ্ট্রে সহজেই তাদের পণ্য রপ্তানি করত, কারণ মার্কিন প্রশাসন তখন শুল্ক আরোপ করত না।

ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের দেশে পণ্য পাঠাতো, আর আমরা পাঠাতে পারতাম না কিছুই, কারণ ওরা আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক বসাতো।”

তিনি উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্র হার্লে ডেভিডসন মোটরসাইকেল ভারতে বিক্রি করতে পারত না, কারণ সেগুলোর ওপর ২০০ শতাংশ শুল্ক ছিল। ট্রাম্পের ভাষায়, “তাহলে কী হলো? হার্লে ডেভিডসন ভারতে গিয়ে নিজস্ব কারখানা গড়ে তুলল। এরপর তাদের আর শুল্ক দিতে হলো না—যেন আমাদের মতোই।”

Side banner